بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ :
বিসমিল্লা-হিল্লায়ী লা ইয়াদুররু
মা’আসমিহি শাইয়ুন ফিল আরদি,
ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামীউল আলীম
অর্থঃ
“আল্লাহ তা’আলার নামে”
যার নামের বারাকাতে আকাশ
ও
মাটির কোন কিছুই
কোন অনিষ্ট করতে পারে না।
তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
আবান (রহঃ)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।
(উক্ত হাদীস রিওয়ায়াতকালে) এক লোক (অধঃস্তন বর্ণনাকারী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন,
তুমি কি প্রত্যক্ষ করছো?
শোন! আমি তোমার কাছে যে হাদীস রিওয়ায়াত করেছি তা অবিকল বর্ণনা করেছি।
তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন ঐ দু’আটি পাঠ করিনি এবং
আল্লাহ তা’আলা ভাগ্যের লিখন আমার উপর কার্যকর করেছেন।
(তিরমিযী ৩৩৮৮, আবূ দাউদ ৫০৮৮, আহমাদ ৪৪৮, ৫২৯, তাখরীজুল মুখতার ২৯১, ২৯২, আত-তালীকুর রাগীব ১/২২৬, ২২৭)