আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা

  اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ

আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রব।




(সূরাঃ আল-ফাতিহা | আয়াত - ১)



 سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ

তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর ।  ‍

(সূরাঃ আল-আ'লা | আয়াত - ১)


হাদীস


ইয়াহইয়া ইবন হাবীব ইবন আরাবী (রহঃ) ..... জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ 

আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, 

সর্বোত্তম যিকর হল ’লা ইলাহ ইল্লাল্লাহ’ আর সর্বোত্তম দু’আ হল ’আলহামদুলিল্লাহ’

(তিরমিযী: ৩৩৮৩, ইবনু মাজাহ: ৩৮০০)

--------------------------------------------------


ইসহাক ইবনু মানসূর (রহঃ) ..... আবূ মালিক আল আশ’আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ। আলহামদু লিল্লা-হ’ মিযানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং "সুবহানাল্লা-হ ওয়াল হামদুলিল্লা-হ" আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। সালাত’ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি। সাদাকা হচ্ছে দলীল। ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়। আর "আল কুরআন’ হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ স্বরূপ। বস্তুতঃ সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে। তার আমল দ্বারা সে নিজেকে (আল্লাহর আযাব থেকে) মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে।

(মুসলিম: ২২৩/৪২২/৪২৩)

---------------------------------

 

আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

আল্লাহ কোন বান্দাকে যখন যে নিয়ামতই দান করেন, তাতে সে যদি বলে, ’’আলহামদু লিল্লাহ’’, তবে তা (প্রশংসা) তাকে প্রদত্ত জিনিসের চেয়ে অধিক উত্তম।

(সুনান ইবনু মাজাহ: ৩৮০৫)

-----------------------------------


আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় কিছু দেখলে বলতেনঃ 

আলহামদু লিল্লাহিল্লাযী বিনিয়’মাতিহি তাতিমুসসালিহাত

 (সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর করুণায় নেক কাজসমূহ পূর্ণতা লাভ করে)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় কিছু দেখলে বলতেনঃ 

আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল

 (সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)

(সুনান ইবনু মাজাহ: ৩৮০৩)

----------------------------