Meaning of Iman in Islam

Meaning of Iman in Islam 


meaning of Iman in Islam


يُؤْمِنُونَ بِالْغَيْبِ
[সুরা বাকারা, আয়াতঃ৩]



ঈমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে,

“কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে-প্রানে মেনে নেয়া।”


এজন্যই অনুভুতিগ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয় ।

উদাহরণস্বরূপ বলা হয় যে,

কোন ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা 
এবং 
এক  টুকরো কালো কাপড়কে কালো বলে 
এবং
 আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, 
তাহলে একে ঈমান বলা যায় না।

এতে বক্তার কোন প্রভাব বা দখল নেই।


অপরদিকে,

রসূল (সাঃ) এর কোন সংবাদ
কেবলমাত্র রসূল (সাঃ) উপর বিশ্বাসবতঃ 
মেনে নেয়াকেই 
শরীয়তের পরিভাষায় ঈমান বলে।


غَيْبِ এর আভিধানিক অর্থ হচ্ছে ,

এমনসব বিষয় যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের উর্দ্ধে 
এবং 
যা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারে না।


১| চক্ষু দ্বারা দেখতে পায় না,

২| কান দ্বার শুনতে পায় না,

৩| নাসিকা দ্বারা ঘ্রাণ নিতে পারে না, 

৪| জিহবা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না,

৫| হাত দ্বারা স্পর্শ করতে পারে না, 

ফলে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে না ।