Start | শুরু

  بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)


Start





“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাযিল করা হতো” 
[আবু দাউদ: ৭৮৮]

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন সকাল বিকাল বলতেন,

 بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 

“আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে যমীন ও আসমানে কেউ কোন ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তো সব কিছু শুনেন ও সবকিছু দেখেন।” 
[আবু দাউদ: ৫০৮৮, ইবনে মাজাহ: ৩৮৬৯]


যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখেন তাতে বিসমিল্লাহ লিখেছিলেন 
[বুখারী, ৭]


যে কোন ভাল কাজে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন। যেমন, খাবার খেতে,
 [বুখারী ৫৩৭৬, মুসলিম: ২০১৭, ২০২২]


দরজা বন্ধ করতে, আলো নিভাতে, পাত্র ঢাকতে, পান-পাত্র বন্ধ করতে 
[বুখারী ৩২৮০]


কাপড় খুলতে 
[ইবনে মাজাহ ২৯৭, তিরমিযী: ৬০৬]


স্ত্রী সহবাসের পূর্বে
[বুখারী: ৬৩৮৮, মুসলিম: ১৪৩৪]


ঘুমানোর সময় 
[আবু দাউদ: ৫০৫৪]


ঘর থেকে বের হতে
 [আবু দাউদ: ৫০৯৫]


চুক্তিপত্র/ বেচা-কেনা লিখার সময়
 [সুনানুল কুবরা লিল বাইহাকী: ৫/৩২৮]


চলার সময় হোঁচট খেলে 
[মুসনাদে আহমাদ: ৫/৫৯]


বাহনে উঠতে 
[আবু দাউদ: ২৬০২]


মসজিদে ঢুকতে 
[ইবনে মাজাহ: ৭৭১, মুসনাদে আহমাদ: ৬/২৮৩]


বাথরুমে প্রবেশ করতে 
[ইবনে আবি শাইবাহ: ১/১১]


হাজরে আসওয়াদ স্পর্শ করতে 
[সুনানুল কুবরা লিল বাইহাকী: ৫/৭৯]


যুদ্ধ শুরু করার সময় 
[তিরমিযী: ১৭১৫]


শক্র দ্বারা আক্রান্ত হয়ে ব্যাথা পেলে বা কেটে গেলে
[নাসায়ী: ৩১৪৯]


ব্যাথার স্থানে ঝাড়-ফুঁক দিতে
[মুসলিম: ২২০২]


মৃতকে কবরে দিতে 
[তিরমিযী: ১০৪৬]