নামাযের আরকান ও আহকাম সমুহ কি কি

নামাজের বাহিরে ও ভিতরে মোট ১৩টি ফরজ

Namaz



নামাজের বাহিরে মোট ৭টি ফরজ, 

সালাতের শুরুর আগের শর্তসমূহকে আহকাম বলা হয়

১) শরীর পাক থাকা।

২) পরিধানের কাপড় পাক থাকা।

৩) নামাযের জায়গা পাক থাকা ।

৪) কেবলামুখী হয়ে নামায পড়া।

৫) ছতর ঢাকা

৬) ওয়াক্তমত নামায পড়া।

৭) নামাযের নিয়্যাত করা ।

বুখারী: ১৩৫, ইফা ১৩৭, আধুনিক: ১৩২, (দুই) আবু দাউদ ৩৭৮-৩৭৯, (তিন) বুখারী: ২২০, ইফা ২২০, আধুনিক ২১৪, (চার) সূরা নিসা: ১০৩, (পাঁচ) সূরা আ'রাফ: ৩১, আহমদ: ২/১৮৭, (ছয়) সূরা বাকারা ১৪৪, মুসলিম: ৩৯৭


নামাজের ভিতরে মোট ৬টি ফরজ,

সালাতের ভিতরের শর্তসমূহকে আরকান বলা হয়

১) তাকবীরে তাহরীমা বাধা

২) কেয়াম করা [অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া]

৩) ক্বেরাত পাঠ করা।

৪) রুকু করা।

৫) সেজদা করা।

৬) শেষ বৈঠক করা ।

দলীল: (এক) বুখারী: ১১১৭, (দুই) বুখারী: ৭০৯, ইফা: ৭৫৭, আধুনিক: ৭৪৯, (তিন) বুখারী: ৭৫৬, ইফা ৭২০, আধুনিক ৭১২, (চার) সূরা হাজ্জ: ৭৭, বুখারী: ৭৫৭, ইফা ৭২১, আধুনিক: ৭১৩, (পাঁচ এবং ছয়) বুখারী: ৭৫৭, (সাত) বুখারী: ৭৫৭, ইফা ৭২১, বুখারী: ৮৩১, ইফা ৭৯৩, আধুনিক ৭৮৫, (আট) বুখারী: ৭৫৭, ইফা ৭২১, (নয়) বুখারী, (দশ) আবু দাউদ: ৬১