নামাজের বাহিরে ও ভিতরে মোট ১৩টি ফরজ
নামাজের বাহিরে মোট ৭টি ফরজ,
সালাতের শুরুর আগের শর্তসমূহকে আহকাম বলা হয়
১) শরীর পাক থাকা।
২) পরিধানের কাপড় পাক থাকা।
৩) নামাযের জায়গা পাক থাকা ।
৪) কেবলামুখী হয়ে নামায পড়া।
৫) ছতর ঢাকা
৬) ওয়াক্তমত নামায পড়া।
৭) নামাযের নিয়্যাত করা ।
বুখারী: ১৩৫, ইফা ১৩৭, আধুনিক: ১৩২, (দুই) আবু দাউদ ৩৭৮-৩৭৯, (তিন) বুখারী: ২২০, ইফা ২২০, আধুনিক ২১৪, (চার) সূরা নিসা: ১০৩, (পাঁচ) সূরা আ'রাফ: ৩১, আহমদ: ২/১৮৭, (ছয়) সূরা বাকারা ১৪৪, মুসলিম: ৩৯৭
নামাজের ভিতরে মোট ৬টি ফরজ,
সালাতের ভিতরের শর্তসমূহকে আরকান বলা হয়
১) তাকবীরে তাহরীমা বাধা
২) কেয়াম করা [অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া]
৩) ক্বেরাত পাঠ করা।
৪) রুকু করা।
৫) সেজদা করা।
৬) শেষ বৈঠক করা ।
দলীল: (এক) বুখারী: ১১১৭, (দুই) বুখারী: ৭০৯, ইফা: ৭৫৭, আধুনিক: ৭৪৯, (তিন) বুখারী: ৭৫৬, ইফা ৭২০, আধুনিক ৭১২, (চার) সূরা হাজ্জ: ৭৭, বুখারী: ৭৫৭, ইফা ৭২১, আধুনিক: ৭১৩, (পাঁচ এবং ছয়) বুখারী: ৭৫৭, (সাত) বুখারী: ৭৫৭, ইফা ৭২১, বুখারী: ৮৩১, ইফা ৭৯৩, আধুনিক ৭৮৫, (আট) বুখারী: ৭৫৭, ইফা ৭২১, (নয়) বুখারী, (দশ) আবু দাউদ: ৬১