What did ALLAH create on each day?
আল্লাহু রব্বুল আলামিন কোন দিনে কি সৃষ্টি করেছেন
সুরায়জ ইবনু ইউনুস ও হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন,
আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন।
রোববার দিন তিনি এতে পর্বত সৃষ্টি করেন।
সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন।
মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেন।
বুধবার দিন তিনি নূর সৃষ্টি করেন।
বৃহস্পতিবার দিন তিনি পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন
এবং
জুমুআর দিন আসরের পর তিনি আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করেন।
অর্থাৎ জুমুআর দিনের সময়সমূহের শেষ মুহূর্তে (মাখলূক) আসর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন।
(মুসলিম হাদীস নং ৬৭৯৭)