Auzubillahi Minashaitan Nirajeem Bismillahir Rahmanir Rahim



أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِ


I Seek Refuge with Allah from the Accursed Shaitan


 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.


Load Metrics (uses 6 credits) KEYWORD auzubillah minashaitan nirajeem bismillahir rahmanir rahim

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

----------------------------------------------------------------------------------------------------------------------------


 Surah: 16 | Surah An-Nahl | سورة النحل Verses: 98 | Makki


মহান আল্লাহ বলেছেন, 


 فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰهِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ 


‘‘সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও।’’


So when you recite the Qur'an, [first] seek refuge in Allah from Satan, the expelled [from His mercy].


---------------------------------------------------------------------------------------------------------------


 নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন সকাল বিকাল বলতেন,

 بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 


“আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে যমীন ও আসমানে কেউ কোন ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তো সব কিছু শুনেন ও সবকিছু দেখেন।” 

[আবু দাউদ: ৫০৮৮, ইবনে মাজাহ: ৩৮৬৯]


অনুরূপভাবে যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখেন তাতে বিসমিল্লাহ লিখেছিলেন 

[বুখারী, ৭]


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোন ভাল কাজে বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন। যেমন, খাবার খেতে, 

[বুখারী ৫৩৭৬, মুসলিম: ২০১৭, ২০২২]


দরজা বন্ধ করতে, আলো নিভাতে, পাত্র ঢাকতে, পান-পাত্র বন্ধ করতে 

[বুখারী ৩২৮০]


কাপড় খুলতে [ইবনে মাজাহ ২৯৭, তিরমিযী: ৬০৬]


স্ত্রী সহবাসের পূর্বে [বুখারী: ৬৩৮৮, মুসলিম: ১৪৩৪]


ঘুমানোর সময় [আবু দাউদ: ৫০৫৪]


ঘর থেকে বের হতে [আবু দাউদ: ৫০৯৫]


চুক্তিপত্র/ বেচা-কেনা লিখার সময় [সুনানুল কুবরা লিল বাইহাকী: ৫/৩২৮]


চলার সময় হোঁচট খেলে [মুসনাদে আহমাদ: ৫/৫৯]


বাহনে উঠতে [আবু দাউদ: ২৬০২]


মসজিদে ঢুকতে [ইবনে মাজাহ: ৭৭১, মুসনাদে আহমাদ: ৬/২৮৩]


বাথরুমে প্রবেশ করতে [ইবনে আবি শাইবাহ: ১/১১]


হাজরে আসওয়াদ স্পর্শ করতে [সুনানুল কুবরা লিল বাইহাকী: ৫/৭৯]


যুদ্ধ শুরু করার সময় [তিরমিযী: ১৭১৫]


শক্র দ্বারা আক্রান্ত হয়ে ব্যাথা পেলে বা কেটে গেলে [নাসায়ী: ৩১৪৯]


ব্যাথার স্থানে ঝাড়-ফুঁক দিতে [মুসলিম: ২২০২]


মৃতকে কবরে দিতে তিরমিযী: ১০৪৬]


আবার কোথাও কোথাও ‘বিসমিল্লাহ’ বলা ওয়াজিবও বটে যেমন, যবাই করতে 

[বুখারী: ৯৮৫, মুসলিম: ১৯৬০]