সালাতে খুশু খুজুর উপায় | Khushi Khujur Ways in Salat pdf

 

সালাতে খুশু খুজুর উপায়

সালাতে খুশু খুজুর উপায়


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
আল্লাহর নাম দিয়ে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
১) নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
২)যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
৩) যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
৪)যারা দান কাজে সক্রিয় ;

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
৫)নিজেদের লজ্জা-স্থানের হেফাজত করে,

إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
৬)নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাঁদিদের ছাড়া, এদের কাছে (হেফাজত না করলে) তারা তিরস্কৃত হবে না,

فَمَنِ ابْتَغَى وَرَاء ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُونَ
৭)কিন্তু যারা এই সীমাকে অতিক্রম করতে ইচ্ছা করে, তারা সীমালংঘনকারী ; -

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
৮)এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
৯)এবং নিজেদের নামায গুলো রক্ষণাবেক্ষণ করে,

أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ
১০)তারাই উত্তরাধিকার লাভ করবে।